পুরাতন সদস্য ভর্তি
আসসালামু আলাইকুম।
• বন্ধু একতা মানব কল্যাণ সংগঠন থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ।
• আমাদের সপ্নের ছোট সংগঠন এখন বড় আকারে রূপ নিয়েছে। আপনারা আপনাদের পরিশ্রমের সীমিত কিছু টাকা আমাদের কাছে বিনা সারতে সবাই মিলে জমা করেছেন প্রায় ৬৫ হাজার টাকা।
• তাই আমাদের সংগঠনে এখন বিভিন্ন ধরনের প্রকল্প যোগ করা হয়েছে। এই প্রকল্পের ভিতরে সকল সদস্যদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
• যেমন- ঋণ ক্যাটাগরি, DPS ক্যাটাগরি, সেভিংস একাউন্ট, এবং আপনার টাকার হিসাব রাখার জন্য ও আপনার টাকার নিরাপত্তা দেওয়ার জন্য হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে।
ঋণ এর নিয়মাবলি
• এখন থেকে ৬ মাসের মেয়াদে প্রথম বারের জন্য সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
• ঋণের স্কিম হচ্ছে- সাপ্তাহিক, অর্ধ মাসিক, মাসিক, এবং সিসি ঋণ দেওয়া হবে। সিসি ঋণ নিলে প্রতি মাসে লাভের টাকা দিয়ে যেতে হবে। এবং অন্যান্য ঋণ নিলে সাধারণ ঋণের কিস্তির মতই টাকা দিতে হবে।
DPS এর নিয়মাবলি
• এতদিন আমাদের কাছে সঞ্চয় জমা রেখেছেন। কিন্তু কোন লাভ পান নাই।
• তার সাথে সঞ্চয় এর সাথে অনেক টাকা জরিমানা দিতে হয়েছে।
• তাই আমাদের সমিতি-তে এখন ডিপিএস ক্যাটাগরি চালু করা হয়েছে।
• এই ক্যাটাগরিতে জরিমানার হার কমিয়ে দেওয়া হয়েছে।
• বিস্তারিত সমিতির কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নিবেন।
• এখন থেকে আপনারা সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে
৫০০ টাকা পর্যন্ত ডিপিএস ক্যাটাগরিতে টাকা রখাতে পারবেন।
• ডিপিএস এর মেয়াদ- ১ বছর, ২ বছর, ৩ বছর।
• এই ডিপিএসে ৩ ভাবে টাকা রাখতে পারবেন।
যেমন- সাপ্তাহিক, অর্ধ মাসিক, মাসিক।
• আপনারা যেই ক্যাটাগরিতে ভর্তি হবেন, সেটা সমিতির কর্তৃপক্ষকে জানালে আরো বিস্তারিত সব কিছু বুজিয়ে দিবে।
সেভিংস একাউন্টের নিয়ম
• এখন থেকে অন্যান্য ব্যাংকের মতো আমাদের সংগঠনে সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে যত খুশি টাকা রেখে, আবার আপনার প্রয়োজনের সময় টাকা উত্তোলন করে নিতে পারবেন।
টাকার নিরাপত্তা
• আপনাদের টাকার সকল দায়িত্ব আমাদের কাছে থাকবে।
• আমাদের সংগঠনে ৩০ জন নয় ৩০ হাজার সদস্য থাকলেও আমারা খুব সহজেই হিসাব রাখতে পারবো।
• তাই হিসাব রাখার চিন্তা আপনাদের করার দরকার আমরা মনে করিনা। আপনার টাকা আপনি নিজেই কি ভাবে নিরাপদে রাখবেন, সেটা সমিতির কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নিবেন।
• আপনার একাউন্টে টাকা রাখার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনার সকল টাকার হিসাব পেয়ে যাবেন।
সর্ব সেস কথা
• এই সব সুযোগ সুবিধা নিয়ে সমিতিতে থাকতে চাইলে পুরাতন সদস্যদের আবার নতুন করে ভর্তি হতে হবে।
ভর্তির জন্য যা যা প্রোয়জন
• সদস্যের NID কার্ড এর ফটোকপি এবং রঙিন ছবি।
• নমিনির NID কার্ড বা নিবন্ধন কার্ডের ফটোকপি এবং রঙিন ছবি।
• উল্লেখযোগ্য ফটোকপি যদি না থাকে তাহলে আসল NID কার্ড নিয়ে সদস্য ও নমিনি কে উপস্থিত থাকতে হবে।
ভর্তি ফি
• ভর্তি হওয়ার সময় পুরাতন সদস্যদের ১৫০ টাকা এবং নতুন সদস্যদের ২০০ টাকা ভর্তি ফি দিতে হবে।
• যদি কোন সদস্য ভর্তি না হয়ে সমিতি থেকে চলে যেতে চায়, তাহলে তার জমানো সকল টাকা সমিতির কর্তৃপক্ষ দিয়ে দিবে।
এবং তার সকল তথ্য চিরদিনের জন্য ডিলেট করে দেওয়া হবে।
• অন্যথায় যারা ভর্তি হবে তাদের সকল তথ্য চিরদিনের জন্য সেভ করে রাখা হবে। এবং সে সমিতি থেকে চলে গেলেও তার সকল হিসাব আমাদের কাছে থাকবে।